জিপিকে ফিরিয়ে দিলো বিটিআরসি

১৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:৫৯  
বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে ফেরত এসেছে গ্রামীণফোন। সর্বোচ্চ আদালতের রায়ের বাইরে হওয়ায় এই টাকা ফিরিয়ে দেয়ার কথা জানিয়েছেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খাঁন। তিনি বলেন, ‘যেহেতু গ্রামীণফোনের নিরীক্ষা সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে মহামান্য আদালতের একটি নির্দেশনা রয়েছে, সেক্ষেত্রে বিটিআরসি উক্ত নির্দেশনার বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না। কমিশন উক্ত নির্দেশনা প্রতিপালনে সচেষ্ট আছে। বিটিআরসি এর বাইরে যেতে পারে না।’ এদিকে রাজধানীর একটি হোটেলে জরুরী সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত সাংবাদিকদের বলেন, “আমরা আলোচনা করছিলাম এবং আলোচনার মাধ্যমে যেহেতু এগিয়ে যেতে চাই, তারই ধারাবাহিকতায় আজকের এই দিনে এই প্রথমবারের মতো গ্রামীণফোনের দিক থেকে ১০০ কোটি টাকা প্রস্তাব করেছিলাম। কিন্তু গ্রামীণফোনের প্রস্তাবে বিটিআরসি সায় দেয়নি।” একটি ব্যাংক ডিপোজিট চেক নিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি আরো বলেন, “১০০ কোটি টাকার যে প্রস্তাব, সেটা নিতে উনারা অপরাগতা প্রকাশ করেছেন।”